চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার টিকা নিয়ে যে ৬ প্রশ্নের উত্তর জানা জরুরি

৯ আগস্ট, ২০২১ | ৭:০৯ অপরাহ্ণ

প্রশ্ন: আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানি আছে। ভ্যাকসিন দিতে পারব?
উত্তর: অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাকসিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।
প্রশ্ন: আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষণ ছিল, তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
উত্তর: অবশ্যই পারবেন। তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষণ দেখা দেওয়ার ২৮ দিন পর।
প্রশ্ন: গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাকসিন নিতে পারবে?
উত্তর: বাচ্চা দুধ খায় এমন মায়েরা যেকোন সময় ভ্যাকসিন নিতে পারবেন। তবে গর্ভবতী মায়েরা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাকসিন নিতে পারবে। যা সম্পূর্ণ নিরাপদ।

প্রশ্ন: ভ্যাকসিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
উত্তর: সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাকসিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমূলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।

প্রশ্ন: আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাকসিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
উত্তর: ভ্যাকসিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাকসিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

প্রশ্ন: ভ্যাকসিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
উত্তর: ভ্যাকসিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।

লেখক: সহকারী অধ্যাপক, কার্ডিওলজি, মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট