চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসছে আগস্টে

অনলাইন ডেস্ক

১০ জুলাই, ২০২১ | ৪:০৩ অপরাহ্ণ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা আগামী আগস্ট মাসে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, দেশে টিকার সমস্যা আল্লাহর রহমতে কেটে গেছে। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। আপনারা শুনে আনন্দিত হবেন, গতকাল (৯ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা চিঠি পেয়েছি। তারা আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজার বায়োএনটেকের আরও ৬০ লাখ টিকা দেবে।

‘আমাদের কাছে চিঠি এসেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসবে’।

তিনি আর বলেন, একইসঙ্গে চীন থেকেও টিকার বড় চালান আসছে, তাদের থেকে আমরা আরও টিকা পাব। সব মিলিয়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে।

পূর্বকোণ/এএ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট