চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ডায়াবেটিস কেন হয়?

ডা. গোলাম মোর্শেদ

২১ মার্চ, ২০২১ | ১:৫১ অপরাহ্ণ

ডায়াবেটিস হওয়ার জন্য বংশগত কারণটাই মূখ্য। এছাড়া আরও কিছু কারণ রয়েছে। যেমন- শরীরের ওজন বেশি হওয়া। শারীরিক পরিশ্রম কম করলে, ক্যালরিবহুল খাবার খেলে ও হরহামেশা ফাস্টফুড খেলে এদের মেদভুঁড়ি হয়ে যায়। এদের দেহে ইনসুলিন কাজ করতে পারে না। ফলে এদের ডায়াবেটিস হয়ে যায়। বেশি স্ট্রেসফুল জীবনযাপন করলে ও সারাক্ষণ টেনশনে থাকলে শরীরে কর্টিসোল নামক একটি হরমোন অতিরিক্ত বেড়ে যায়। এটি রক্তে সুগার বাড়িয়ে দেয়।

গর্ভাবস্থায় শরীরে কর্টিসোলসহ বেশ কয়েকটি হরমোন বেড়ে যায়। এগুলো ডায়াবেটিস তৈরি করতে পারে। গর্ভাবস্থায় ধূমপান করলে পরবর্তী জীবনে সেই শিশুর ডায়াবেটিস হতে পারে। জন্মের পরপরই শিশুকে গরুর দুধ খাওয়ালে বড় হয়ে তার ডায়াবেটিস হতে পারে। গর্ভাবস্থায় মা পর্যাপ্ত খাবার না পেলে সেই শিশুর অগ্নাশয় থেকে ইনসুলিন কম নিঃসৃত হয়। বড় হয়ে সে যখন বেশি বেশি খাবার খায় তখন সেই কম ইমসুলিনে বেশি খাবারের বিপাক সম্পন্ন হতে পারে না। ফলে ডায়াবেটিস দেখা দেয়। দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলেও ডায়াবেটিস হতে পারে। কিছু ভাইরাসের ইনফেকশনেও ডায়াবেটিস হতে পারে। এক ধরনের অটোইমিউন রোগ আছে। সেটার কারণেও ডায়াবেটিস হতে পারে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট