চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রত্যন্ত অঞ্চলেও টিকা দেবার পরিকল্পনা হচ্ছে

ইমাম হোসাইন রাজু 

৭ মার্চ, ২০২১ | ১২:৩৫ অপরাহ্ণ

প্রত্যন্ত অঞ্চলেও এবার করোনার সুরক্ষার টিকা প্রদানের পরিকল্পনা নেয়া হচ্ছে। যেখানে ইউনিয়ন পর্যায়ে গিয়ে টিকা দিতে নেয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা। যার জন্য প্রস্তুত করা হবে স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ টিমও। চলতি মাসের শেষ কিংবা এপ্রিলের শুরুতেই এমন কার্যক্রম শুরু হওয়ার আভাসও দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। গতকাল শনিবার রাতে পূর্বকোণকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামসহ সারাদেশে গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়। বিদ্যমান এ কর্মসূচিতে নগরীর ১১টি ও ১৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেই চলছে টিকাদান। আজ রবিবার (৭ মার্চ) টিকাদানের একমাস অতিবাহিত হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রামের পৌনে তিন লাখেরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনা হয়েছে যদিও প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো এখন পর্যন্ত এ টিকার আওতায় আসেনি। এছাড়া অনেকেই নিবন্ধন সম্পর্কেও অবগত না থাকায় কর্মপরিকল্পনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি নিবন্ধনের বয়সসীমাও কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও যা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন বৈঠকেও আলোচনা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।

এ সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘সামনে টিকাকেন্দ্র বাড়ানো হচ্ছে। একই সাথে ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম পর্যায়ে গিয়েও টিকা প্রদানের পরিকল্পনা আসবে। যেখানে সপ্তাহে এক বা দুই দিন এ কর্মসূচি চলবে। যেখানে নিবন্ধনের কাজে ইউনিয়ন পরিষদ সহযোগিতা গ্রহণ করা হবে। হয়তো চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতেই এমন নির্দেশনা পেতে পারি।’

এদিকে গণহারে টিকাদান শুরু প্রথম পর্যায়ে একদিনে সর্বোচ্চ ২৫ হাজারের বেশি টিকা দেয়া হলেও বর্তমানে এ সংখ্যা ৯ হাজারে নেমে এসেছে। টিকা গ্রহণের এ সংখ্যা কমে যাওয়ার কারণ জানতে চাইলে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘যেহেতু এখন পর্যন্ত ৪০ বছরের নিচে নিবন্ধন করা যাচ্ছে না, তাই অনেকেই টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না। ফলে ৪০ বছরের নিচে যারা আছেন, তারাও টিকা নিতে পারছেন না। খুব শীঘ্রই এ বিষয়ে নির্দেশনা আসবে। তখন টিকাদানের সংখ্যাও বাড়বে বলে আশাবাদ এ কর্মকর্তার।’

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট