চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বদ্ধ জায়গার চেয়ে খোলামেলা জায়গায় করোনার সংক্রমণ কম: সমীক্ষার ফল

আন্তর্জাতিক ডেস্ক

২ অক্টোবর, ২০২০ | ১১:১২ অপরাহ্ণ

আমেরিকার ইউনিভার্সিটি অফ জর্জিয়ার ইয়ে শেন একটি সমীক্ষায় দেখা গেছে, খোলামেলা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলে করোনার সংক্রমণ বদ্ধ জায়গার চেয়ে সম্ভাবনা কম ও বদ্ধ পরিসরে করোনার সংক্রমণ বেশি।

জেএএমএ ইন্টার্নাল মেডিসিনের জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় বলা হয়েছে, যাত্রী ভর্তি দু’‌টি এসি বাস। একটি বাসে একজন করোনা পজিটিভ ব্যক্তি রয়েছেন। দেখা যায়, সেই বাসে একাধিকজনের শরীরে কোভিডের উপসর্গ তৈরি হয়েছে কয়েকদিন বাদে। অপর বাসের যাত্রীদের সঙ্গে তারপরেই একটি ধর্মীয় স্থানে দেখা করেন এবং খোলামেলা জায়গায় বেশ ভিড় তৈরি হয়। কিন্তু আশ্চর্য হলেও অন্য বাসটির কেউ সংক্রমিত হননি! কিছুদিন পর জানা যায়, কোভিড পজিটিভ ব্যক্তির থেকে অনেকটা দূরে বসেছিলেন, এমন এক ব্যক্তির শরীরেও করোনার হদিস মিলেছে।

এই ঘটনার পর সমীক্ষার স্পষ্ট হয় যে, যেসব জায়গায় বাতাস চলাচল ভালো হয় সেসব জায়গায় করোনার দাপট কম। বদ্ধ পরিবেশে একটি জলকণা কোভিড পজিটিভ ব্যক্তির মুখ থেকে বেরোলেও সেটি সেই পরিসরে ঘুরে বেড়ায়। ফলে পরিসরের একাধিকজনের শরীরে প্রবেশ করতে পারে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট