চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মানসিক চাপে ওজন বাড়ে যেভাবে

পূর্বকোণ ডেস্ক

২ জুন, ২০১৯ | ১০:২৮ অপরাহ্ণ

মানসিক চাপে থেকে উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেলে সাধারণ সময়ের তুলনায় ওজন বেশি বাড়ে।
অস্ট্রেলিয়ার গার্ভান ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্স ইন নিউ সাউথ ওয়ালসের একদল গবেষক বলছেন, কিছু মানুষ আছে যারা উৎকণ্ঠা বা মানসিক চাপে থাকলে অনেক কম খাবার খান। তবে এ ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ মানুষেরই খাবার গ্রহণের পরিমাণ বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, বেশি উৎকণ্ঠায় থাকলে মানুষ চিনি ও ফ্যাটযুক্ত খাবার বেশি খায়। এতে তাদের ওজন বাড়ে।
গবেষকদের মতে, মানসিক চাপ বা উৎকণ্ঠায় থাকলে এমনিতে রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়। তবে এর সঙ্গে উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেলে মানসিক চাপমুক্ত একজনের চেয়ে তার শরীরে ইনসুলিনের মাত্রা ১০ গুণ বেড়ে যায়।
গবেষকরা বলছেন, ইনসুলিন বাড়ার কারণে শুধু শরীরই আক্রান্ত হয় না। এতে মস্তিষ্কের কার্যকারিতার ওপরও প্রভাব ফেলে। এ কারণে মানসিক চাপমুক্ত থাকতে বিভিন্ন ধরনের ব্যায়াম, কর্মক্ষম থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট