চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফলমূল শাকসবজি করোনামুক্ত করার বৈজ্ঞানিক উপায়

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০২০ | ৪:০৯ অপরাহ্ণ

বাজার থেকে আনার পর ফলমূল শাকসবজি করোনা মুক্ত করার জন্য ট্যাপের চলমান ঠান্ডা পানিতে (running water) ধুয়ে নিলেই চলবে বলে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল নাগরিকদের দেয়া এক নির্দেশনায় জানা যায়। এছাড়া ফলমূল শাকসবজির সার্ফেসে যদি কোন ভাইরাস থাকে সেটা চলমান পানির প্রবাহের সাথে চলে যাবে বলেও নির্দেশনায় বলা হয়।

সাবান, ব্লিচ, স্যানিটাইজার, এলকোহল বা অন্য কোনও জীবাণুনাশক ব্যবহার করা যাবে না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং এতে ফলের পুষ্টিগুণও নষ্ট হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট