চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চমক নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ২০

২১ জানুয়ারি, ২০২০ | ১:২৯ পূর্বাহ্ণ

গ্যালাক্সি ফোন লাইনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে স্যামসাং। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২০ মেগাহার্টজ ডিসপ্লে, ফাইভ জি কানেক্টিভিটি, এক্সিনোজ চিপসেট এবং আগের চেয়েও দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর যুক্ত হতে পারে নতুন গ্যালাক্সি এস ২০ ফোনে। পাঁচটি ক্যামেরা নিয়ে গ্যালাক্সি এস ২০’র পেছনে থাকতে পারে বিশেষ ক্যামেরা অঞ্চল। ফোনটিতে থাকতে পারে ৮কে ভিডিও ফিচারসহ নতুন ফিচার মোড ডিরেক্টরস ভিউ, সিঙ্গেল টেক ফটো এবং নাইট হাইপারল্যাপস। আইস ইউনিভার্সের তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২০-তে ব্যবহার করা হবে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স এবং এর সাহায্যে ক্যামেরা ১২০৩২ ৯০২৪ পিক্সেল ও ৪২ মেগাবাইটের ছবি তোলা যাবে। এর ভিডিও সেন্সর সুপার ফেস ডিটেকশন সাপোর্ট করবে ফলে অটো ফোকাসিংয়ের ক্ষেত্রে স্বল্প আলোতেও অনেক দ্রুত ফোকাস করা যাবে এ ফোন দিয়ে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট