চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পুঁজিবাজারে স্বস্তির সুবাতাস

শেয়ারবাজার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৬ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২০ | ১০:২১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দেশের শেয়ারবাজারের উন্নয়নে নীতি-নির্ধারণী সভায় স্বল্প ও দীর্ঘমেয়াদি ছয়টি উদ্যোগ নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগুলোর মধ্যে স্বল্পমেয়াদি কিছু উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেয়া হয়েছে নির্দেশনা। গৃহীত উদ্যোগগুলো হলো-

১) পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো।

২) মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কিছু সহজ শর্তে ঋণ সুবিধার ব্যবস্থা করা।

৩) আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানো।

৪) প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেয়া।

৫) বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও দেশীয় বাজারে আস্থা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

৬) বাজারে মানসম্পন্ন আইপিও বাড়াতে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের উদ্যোগ নেয়া।

সরকারের উচ্চপর্যায় থেকে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, দীর্ঘমেয়াদি সমস্যাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট