চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আসামে জামদানির শো-রুম খোলা হবে

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:২২ পূর্বাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ন্যায্যমূল্যে জামদানি শাড়ি বিক্রি করতে ভারতের আসামের রাজধানী শহরে একটি শো-রুম খোলা হবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে কাজও শুরু করেছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে হেরিটেজ উইন্টার কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর গুলশান লেকপার্কে দুইদিনের এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশন। বাণিজ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে আমি আসামের রাজধানীতে গিয়েছিলাম। সেখানে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর বারবার বলছিলেন এই শহরে (আসাম) ভীষণ জনপ্রিয় জামদানি শাড়ি।

খুবই জরুরি এখানে একটি শো-রুম করা।টিপু মুনশি বলেন, বিভিন্নভাবে যাওয়ার কারণে যে শাড়িটার দাম বাংলাদেশে তিন হাজার টাকা, সেটা এখানকার মানুষ কিনে নয় থেকে ১০ হাজার টাকা দিয়ে। আমরা যদি আসাম শহরে একটি শো-রুম খুলতে পারি, তাহলে সেখানে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই জামদানি শাড়ি দিতে পারব। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। আসামের রাজধানীতে একটি শো-রুম চালু করতে পারি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট