চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাফ কো স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৮ পূর্বাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফ কো স্পিনিং মিলস লিমিটেড সর্বশেষ হিসাব বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। আলোচিত বছরে কোম্পানিটির মুনাফা না হওয়ায় পর্ষদ লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৪৯ পয়সা লোকসান করেছে। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪১ পয়সা (রিস্টেটেড)। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ২৯ পয়সা, যা আগের বছর এই সময়ে ছিল ৩ টাকা ৩০ পয়সা। গত ৩০ জুন, ২০১৯ তারিখে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ১৭ টাকা ২৩ পয়সা। আগের বছরের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৭ টাকা ৬৭ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সায়হাম নগরে অবস্থিত কোম্পানির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে এর বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট