চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শেয়ারের দরপতনেও সূচক ইতিবাচক

১৩ নভেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

বেশিরভাগ শেয়ারদর পতনেও গতকাল ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক। তবে লেনদেন ফের ৩০০ কোটির নিচে নেমে গেছে। ডিএসইতে ৪৫ শতাংশ কোম্পানির দরপতন হয়। বেড়েছে ৪০ শতাংশের দর। লেনদেনের শুরুতে সূচকের উত্থান হয়। তবে সূচকের ওঠানামায় অস্থিরতা দেখা যায়। বারবার ওঠানামা করতে করতে শেষ ৫০ মিনিটে ধীরে ধীরে সূচক ঊর্ধ্বমুখী হয়। শেষ পর্যন্ত প্রধান সূচকের সাড়ে ৯ পয়েন্ট উত্থান হয়। বাকি দুই সূচকও ইতিবাচক ছিল। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক শেয়ারদর ও লেনদেনে একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫৫ পয়েন্ট বা এক দশমিক ২৪ শতাংশ বেড়ে চার হাজার ৭৮১ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে এক হাজার ৯০ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ছয় দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে এক হাজার ৬৬৪ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে।

গতকাল ডিএসইর বাজার মূলধন এক হাজার ৬২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৬০ হাজার ১৭২ কোটি টাকায়। ডিএসইতে লেনদেন হয় ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৭০ কোটি ৪৫ লাখ টাকা। এদিন ১০ কোটি শূন্য এক লাখ ২৮ হাজার ১৩টি শেয়ার ৯৫ হাজার ২৩৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট