চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘বাংলাদেশ বিশ^ এলএনজি বাজারে স্বীকৃতি পেয়েছে’

৭ নভেম্বর, ২০১৯ | ৩:০৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড.তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, বিশ্বের মোট এলএনজি উৎপাদনের এক শতাংশেরও বেশি সংগ্রহ করে বাংলাদেশ বিশে^ চমক সৃষ্টি করেছে।তিনি বলেন, আমদানির প্রথম বছরেই বিশ^ ‘এলএনজি বাজারে’ স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ। ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জিও উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘বাংলা এলএনজি কর্মশালা-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। অন্যান্যের মধ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) জোঅ্যান ওয়াগনার, এক্সিলারেটের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক স্টিভেন কোবোস, কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি ও কোরিয়ার রাষ্ট্রদূত হু কং-ইল্ড এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।এলএনজি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতের ১২০ জনেরও বেশি প্রতিনিধি দিনব্যাপী এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। বিশ্বব্যাপী এলএনজি খাত ও গ্যাস বাজার এবং বাংলাদেশের সাথে এ সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে এ কর্মশালায় আলোচনা করা হয়।এক্সিলারেটের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক স্টিভেন কোবোস বলেন, এলএনজি’র আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নাটকীয় প্রবেশ বিশ্বকে অবাক করে দিয়েছে। তিনি বলেন, ‘প্রথম ১২ মাসের মধ্যেই বিশ্বের মোট এলএনজি উৎপাদনের এক শতাংশেরও বেশি সংগ্রহ করা সত্যিই একটি উল্লেখযোগ্য অর্জন। এলএনজি আমদানি কর্মসূচীকে কিভাবে সফল করা যায় এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং পেট্রোবাংলার কাছ থেকে বিশ্ববাসীর অনেক কিছু শেখার আছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট