চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেভেন সিস্টার্সে পণ্য পরিবহণে করণীয় শীর্ষক আলোচনায় সভা ২২ অক্টোবর

দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে ভারত গেলেন ফ্রেইট ফরওয়ার্ডার নেতা আমিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০১৯ | ১০:৩৮ অপরাহ্ণ

ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে করণীয় নির্ধারণে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী আলোচনায় অংশ নিতে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা)’র সিনিয়র সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান) আগামীকাল সোমবার ২১ অক্টোবর) ভারত যাচ্ছেন।

গোহাটি আসাম রেডিসন ব্লু-তে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সহযোগিতায় আসাম ও ভারত সরকারের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ২২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের বাংলাদেশ দলের অন্যরা প্রতিনিধিরা হলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এ.কে.এম মসিউর রহমান, ভারতে বাংলাদেশর হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, নৌ সচিব আবদুস সামাদ, চট্টগ্রাম ও মংলা বন্দরের চেয়ারম্যান। সভায় এছাড়াও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আবদুল মতলুব আহমেদ ও বিভিন্ন চেম্বার ও ট্রেড এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট