চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৮ শতাংশ

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৯ | ৪:৫০ অপরাহ্ণ

চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রবৃদ্ধি বাড়ার ক্ষেত্রে শিল্পের প্রবৃদ্ধি মূলচালিকাশক্তি হিসেবে কাজ করবে বলেও জানিয়েছে সংস্থাটি। ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯’ এর আপডেট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এডিবির কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বক্তব্য রাখেন, সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। তিনি বলেন, এডিবি মনে করছে শিল্পখাতের উন্নয়নের ফলে এ প্রবৃদ্ধি হবে। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানিতে প্রায় ১০ শতাংশের উপরে জিডিপি অর্জন করেছে। এছাড়া এখানকার অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের ফলে এখানকার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, যার ফলে বাংলাদেশে ব্যাপক পরিমাণে বিদেশি বিনিয়োগ আসছে।

তিনি আরো বলেন, এজন্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জিডিপি অর্জনে নিচের দিকে থাকলেও সব সেক্টরে ভালো করায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে আছে। তবে এটা ধরে রাখা হবে একটি বড় চ্যালেঞ্জ বলেও  জানান তিনি।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট