চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার নোট ভুয়া

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:১৯ অপরাহ্ণ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার একটি নোট ভাইরাল হতে দেখা গেছে। নোটটি মূলত বাংলাদেশ ব্যাংক থেকে ছাপানোর উদ্যোগ নিয়েছে বলে জানা গেলেও এ এটি সম্পূর্ণ ভুল একটি খবর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে নোট ছাপানোর কোন উদ্যোগ নেয়া হয়েনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এমন ভুয়া নোট দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রচলিত নোট ও কয়েনের পাশাপাশি স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে। লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন বাজারে ছাড়া হয়েছে। আবার দেশের বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এখন পর্যন্ত ছয় ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আর স্মারক কয়েন তৈরি করেছে ১২ ধরনের।

জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুয়া নোট ছড়ানোয় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

পূর্বকোণ/পলাশ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট