চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ভাড়ার টাকায় ফ্ল্যাট-বাড়ি কেনার জন্য চাই স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

জিডিপির প্রায় ১২% এবং প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব আয় আসে আবাসন খাত থেকে। অন্যদিকে আনুমানিক ২০ লক্ষ মানুষ বর্তমানে রিয়েল এস্টেট এবং সংশ্লিষ্ট শিল্পে কর্মরত। তাই গার্মেন্টস সেক্টরের পরে এটি সবচেয়ে বেশি বিকাশমান সেক্টর যা সঠিকভাবে পরিচালনা করা দরকার। এ খাতের জন্য সরকারের প্রথম কাজ হওয়া উচিৎ কোম্পানি ও গ্রাহকের জন্য সহজ ঋণ নীতি প্রণয়ন করা। সরকারি কর্মকর্তারা এখন ৪% সুদ হারে চাকরির পূর্ণ মেয়াদে ঋণ সুবিধা পেয়ে থাকেন, কিন্তু এই সুবিধা সার্বজনীন করা উচিৎ। যাতে করে মানুষ দীর্ঘ মেয়াদের (২০-৩০ বছর) ঋণ সুবিধার মাধ্যমে বাড়ি ভাড়ার টাকায় বাসস্থান উন্নয়ন এবং ফ্ল্যাট ও বাড়ি কেনার সুযোগ পেতে পারেন। যেমনটি উন্নত বিশ্বে দেখা যায়। পূর্বকোণ প্রতিনিধির সাথে আসন্ন বাজেট (২০২৩-২৪) প্রসঙ্গে আলাপকালে ‘বাজেট ভাবনা’য় সিপিডিএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী ইফতেখার হোসেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রণোদনা একটি স্বল্পমেয়াদি সমাধান হতে পারে এবং এর জন্য সরকারের পক্ষ হতে ন্যূনতম ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন খুবই জরুরি। যা বাংলাদেশ ব্যাংকের পক্ষে হাউস বিল্ডিং ফাইনেন্স বা তফসিল ব্যাংকের মাধ্যমে সাধারণ ক্রেতাদের মাঝে বিতরণ করা হবে। ইফতেখার হোসেন আরো বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি শিল্পবান্ধব নীতি প্রয়োজন। সরকারকে জমি ও এপার্টমেন্টের রেজিস্ট্রেশন ফি কমানোর উদ্যোগ নিতে হবে।

আমাদের এখানে গেইন ট্যাক্স, স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার কর, মূল্য সংযোজন কর এ সব মিলিয়ে ১০%-১২.৫% খরচ হয় যা উন্নত বিশ্বে এমনকি সার্কভুক্ত দেশগুলিতেও ৪%-৭%। এই দিকটায় সরকারকে বিশেষ নজর দিতে হবে যাতে তা সর্বোচ্চ ৭% এর মধ্যেই থাকে।

তিনি আরো বলেন, সরকার যদি সুধহার কমানোর পাশাপাশি এপার্টমেন্ট ক্রয়ের অর্থের উৎস প্রদর্শন না করার সুবিধা বা বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে ন্যূনতম আগামী ৫ বছর এ খাতে বিনিয়োগের সুযোগ দেয় তাহলে অর্থ পাচার কমে যাবে এবং একই সাথে আবাসন খাতও আবার এগিয়ে যাবে।

আনুপাতিক ভূমিসহ আবাসন ক্রেতাকে রেজিস্টার দলিলের মাধ্যমে হস্তান্তর করার সময় ৪% গেইন ট্যাক্স দিতে হয় কিন্তু ওই ধারা অনুসারে কোম্পানিকে অর্থের উৎসের উপর ১৫% হারে উৎস কর দিতে হয় যা যুক্তিযুক্ত নয় এবং বৈষম্যমূলক। এটি সকলের জন্য ৪% হারে আদায় করা উচিৎ এবং একই সাথে রাজউক ও সিডিএ’র জন্য নতুন করে আরোপিত ৩% ও ৪% কর প্রত্যাহার করা হলে এপার্টমেন্টের দাম আনুপাতিক হারে আরো কমে যাবে এবং এপার্টমেন্টের দাম ক্রয়ক্ষমতার মধ্যে আসতে সাহায্য করবে।

আবাসন খাতটি অনেকগুলো ছোট বড় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সাপ্লাইয়ারের উপর নির্ভর করে পরিচালনা করতে হয় যেমন রড, সিমেন্ট, ইট, বালু, এলুমিনিয়াম, বৈদ্যুতিক তার, কাঁচ ইত্যাদি। বর্তমানে নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্যের কারণে এপার্টমেন্টের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যার দ্রুত সমাধান দরকার।

অনেক সাপ্লাইয়ার বিজনেস আছে যাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক কাগজ ঠিক থাকে না, ফলে এনবিআর থেকে ডেভলপারদের উপর চাপিয়ে দেয়া সাপ্লাইয়ার ভ্যাট ও উৎস কর আদায় করা সম্ভব হয় না। এতে রিয়েল এস্টেট কোম্পানিকে বিভিন্ন আনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পড়তে হয়। এ দায়িত্ব থেকে রিয়েল এস্টেটকে বাদ দিতে হবে।
বর্তমান সময়ে সবচেয়ে বেশি সম্ভাবনাময় হচ্ছে সেকেন্ডারি এপার্টমেন্ট মার্কেট। এখন সেকেন্ডারি ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় নতুন ফ্ল্যাটের সমান। এটি কমিয়ে নামমাত্র করা হলে এ বাজার বেশ প্রসার পাবে।

সরকারের একটি উল্লেখযোগ্য ও সুদূরপ্রসারি মেগা প্রকল্প হচ্ছে “আমার গ্রাম আমার শহর” যা সরকারের একার পক্ষে বাস্তবায়ান করা কষ্টসাধ্য। একমাত্র আবাসন খাতই এই প্রকল্পে সারকারকে সহযোগিতা করতে পারে। সরকার যদি শহরের বাইরে মেট্রোপলিটন বা পৌরসভা এলাকায় ১০ বছরের জন্য আবাসন খাতে ট্যাক্স হলিডে চালু করে এবং কৃষি জমি রক্ষায় কন্ডোমিনিয়াম অথবা গেটেড কমিউনিটি প্রকল্পে বিশেষ প্রণোদনা দেয়, তাহলে বিকেন্দ্রীকরণ নগরায়ন ও পারিপার্শ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হবে।

পূর্বকোণ/এ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট