চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিরাজুল ইসলাম বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ | ৮:৪৭ অপরাহ্ণ

অবসরপ্রাপ্ত সচিব মো.সিরাজুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশ উল্লেখ করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তিন বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেয়া হয়েছে। বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলাম জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে ১৬ অক্টোবর যোগ দেন সিরাজুল ইসলাম। পরের বছর ২৮ মার্চ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বিভক্ত হলে তিনি নতুন বিভাগের সচিব হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সিরাজুল ইসলাম ১৯৮৩ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। মাঠ পর্যায়ের পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সেতু বিভাগে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে এমবিএ ও কানাডা থেকে প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট