চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ডিমের দাম কমলেও কমেনি মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৩০ অপরাহ্ণ

গত দু’সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। বাজারে মুরগির দামে সে অস্তিরতা এখনো বিরাজ করছে। তবে ডিমের দাম প্রতি ডজন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এদিকে অপরিবর্তিত রয়েছে মাছ ও সবজির দাম।

 

গতকাল নগরীর চকবাজার ঘুরে দেখা যায়, এ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২২৫ টাকায়। আবার প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। মাছের বাজারে দেখা যায়, দেশীয় চাষের মাছগুলো বিক্রি হচ্ছে ২০০-৪৫০ টাকায়। এছাড়া সামুদ্রিক মাছগুলো বিক্রি হচ্ছে ১৬০-৩০০ টাকার মধ্যে। রুই মাছ বিক্রি হচ্ছে আকার ভেদে ২০০-৩৫০ টাকায়, কাতল ১৮০-৩০০ টাকায়, কার্ফ জাতীয় মাছগুলো ১৮০-২৫০ টাকায়, তেলাফিয়া বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়। এছাড়া লইট্যা বিক্রি হচ্ছে ১৩০-১৬০ টাকায়, পোয়া ১৮০-৩৫০ টাকায়, পাবদা ৫৫০-৬০০ টাকায় ও পাঙ্গাস ১৩০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারে বিভিন্ন সবজির দাম গত সপ্তাহের মতই প্রায় অপরিবর্তিত রয়েছে।

 

শীতকালীন প্রায় সবজি পাওয়া যাচ্ছে ২৫-৪০ টাকার মধ্যে। কিন্তু কাঁচামরিচ এখনো ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৪০-৬০ টাকায়, শিম ৩০-৫০ টাকায়, মুলা ২৫-৩০ টাকায়, টমেটো ২৫ টাকায়। এছাড়া বারোমাসি সবজির মধ্যে চিচিঙ্গা ৬০-৮০ টাকায়, ঝিঙ্গা ৮০ টাকায়, ঢেড়স ৬০ টাকায় তিতাকরলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এদিকে দাম কমে ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়, দেশি রসুন ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ১৮০-১৯০ টাকায়, এছাড়া পূর্বের দামে বিক্রি হচ্ছে তেল, চিনি, আটা ও ছোলা। তেল লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, চিনি ১১৫ টাকায়, আটা ৭০-৭৫ টাকায় ও ছোলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট