চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ঈদের পর ক্রেতাশূন্য কাঁচা বাজার, কমেনি সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০১৯ | ২:৫৫ অপরাহ্ণ

 

নগরীর অন্যতম বড় পাইকারি বাজার রেয়াজউদ্দীন বাজার। ঈদের পঞ্চম দিন পেরিয়ে গেলেও মানুষের ভিড় নেই তেমন। বাজারে ক্রেতার সংখ্যা হাতেগোনা। তাই ক্রেতা-বিক্রেতাদের চিরচেনা সেই হাঁকডাক লক্ষ করা যায়নি। ফলে ক্রেতাশূন্য বাজারে কমেনি সবজির দাম।

শহরে থাকা মানুষকে সরবরাহ না থাকার অজুহাত দেখিয়ে সবজির দাম নেয়া হচ্ছে বেশি।

আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে নগরের রেয়াজউদ্দীন বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। মাংসের বাজারে অলস সময় পার করছেন বিক্রেতারা।

বাজারে কেজিপ্রতি কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচা পেঁপে ৪৫ টাকা, বরবটি ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, গাজর ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ ৬০ টাকা, শিম ৮০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, করলা ৪০ টাকা, কচু ৬০ টাকা, ক্যাপসিকাম ২৮০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা, আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে বাজারে গরু ও মুরগির দাম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মাছের দামও তেমন বাড়েনি। ফার্মের মুরগি ১৩০ টাকা, লেয়ার মুরগি ২শ টাকা ও দেশি মুরগি ৫শ থেকে সাড়ে ৫শ টাকা, গরুর মাংস সাড়ে ৫শ টাকা ও খাসির মাংস ৯শ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, দেশি রুই ৪শ টাকা, ভারতীয় রুই ২৫০-৩শ টাকা, মিয়ানমারের রুই ৩২০ টাকা,  কাতাল ৪৫০ টাকা, ফার্মের কৈ আড়াই’শ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, ফার্মের মাগুর ৪শ-৫শ টাকা, রূপচাঁদা ৬শ-৭শ টাকা, সাদা কোরাল ৭শ টাকা, লাল কোরাল ৬৫০ টাকা, বড় চিংড়ি ১হাজার-১২শ টাকা, পাবদা ৫শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট