চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

প্রাইজবন্ডের ১০৯তম ড্র অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ

একশ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৯তম ড্র হয়েছে। সোমবার ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র হয়। এবার প্রথম পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০০৯৮৬৬৭ নম্বর। আর দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০৮৮৮০৫১।

 

একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালত হয়। এবার ৭০টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট তিন হাজার ২২০ নম্বর পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।

 

প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের একই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

প্রাইজবন্ডের ড্রয়ে তৃতীয় পুরস্কার জিতেছে- ০৩৯৫৪১৬ ও ০৪৮১৮৬২ নম্বর। এদিকে চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো ০০১১৫৭৬ ও ০২০২৯৩৯।

 

এ ছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০টি নম্বর হলো- 0007718, 0138072, 0357584, 0588899, 0800724, 0017887, 0149649, 0359757, 0593720, 0803736, 0060564, 0184596, 0393139, 0608417, 0887944, 0061013, 0204726, 0396042, 0635796, 0893423, 0064230, 0252766, 0469640, 0689888, 0901792, 0077653, 0280343, 0544084, 0713046, 0926320, 0091110, 0307529, 0566976, 0757662, 0945806, 0109434, 0352202, 0578654, 0758189 ও 0995778।

 

প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের প্রত্যেককে ৬ লাখ টাকা করে দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার বিজীদের দেওয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ীরা এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। আর পঞ্চম পুরস্কার বিজয়ীদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট