চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নিম্নমুখী শেয়ারবাজার, সিএসইতে ২৭ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০২২ | ৫:৩৭ অপরাহ্ণ

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ টাকা। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে এই পরিমাণ বাড়ার প্রত্যাশা থাকলেও কমেছে আরও ১৫ কোটি ১৭ লাখ টাকা। বৃহস্পতিবার দিনশেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকা। মোট ৯ হাজার ৮৮৮টি লেনদেনের মাধ্যমে হাতবদল হয়েছে মোট ৬৮ লাখ ২০ হাজার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৯.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,২৭৬.৩২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৭.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪১৪.১২তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.৩০পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৫১.০০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স সূচক ৩৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,৭৭৪.৫৯ পয়েন্ট।

ফলে দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৯৯৮ দশমিক ৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ১ কোটি ২ লাখ ৪৩৪ দশমিক ১৭ কোটি টাকায়। সিএসই’তে ৩৮২ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ২৭৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এগ্রিকালচারাল মার্কেটিং লিমিটেড, কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, স্কয়ার টেক্সটাইল লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন