চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিএসইতে ৩৫ কোটি ৯১ লাখ টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২২ | ১১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) আজ ৩৫ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। ১১ হাজার ৬৮০টি লেনদেনের মাধ্যমে হাতবদল হয়েছে ১ কোটি ৭ লাখ শেয়ার।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিএসই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ৭৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৯ দশমিক ৪০-এ। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২১৯.৬৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮১ দশমিক ৬৭ পয়েন্টে।

এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৩৯১ কোটি ৬ লাখ টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৪২২ কোটি ৩৯ লাখ টাকা।

সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ৩০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ৪২টির।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট