চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ঘুরে দাঁড়াচ্ছে সিএসই : লেনদেন ৭০.৬৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২ | ১১:১১ অপরাহ্ণ

অস্থিতিশীল নয়, ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার। আজ বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) বেড়েছে লেনদেন। যার পরিমাণ ৭০.৬৯ কোটি টাকা। ২৩ হাজার ৭৭৬টি লেনদেনের মাধ্যমে হাতবদল হয়েছে সিএসইর মোট ২.৫৩ কোটি শেয়ার।

আজ বুধবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি।

সিএসই বলছে, লেনদেন বাড়ায় সিএসই’র আগের সার্বিক শেয়ার মূল্যসূচক (প্রধান ইনডেক্স) ১০৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫ দশমিক ৯৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ দশমিক ২৬। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৮.৫৪ পয়েন্টে।

তবে ১৭.৩২ পয়েন্ট কমেছে সিএসইএসমেক্স ইনডেক্স সূচক। যার পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ২ হাজার ৯১৬ দশমিক ৭৮ পয়েন্টে।

আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৩৮১ দশমিক ০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ১ লাখ ২ হাজার ৪২২ দশমিক ৩৯ কোটি টাকায়।

এদিকে সিএসইতে ৩৮২ স্ক্রিপ্টের মধ্যে আজ লেনদেন হয়েছে ৩০৮টির। এরমধ্যে দাম বেড়েছে ১৫৭ টির, কমেছে ৯৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টি স্ক্রিপ্টের মূল্য।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট