চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঢাকার উত্তরা ইপিজেডে দেশি পোশাক তৈরি কারখানা উদ্বোধন

৬ আগস্ট, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

বেপজা’র অধীন উত্তরা ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইল মিল্্স লিমিটেড নামে একটি নতুন বাংলাদেশি তৈরি পোশাক কারখানার যাত্রা শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে গত ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত উত্তরা ইপিজেডের এ কারখানা উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, দেশবন্ধু টেক্সটাইল মিল্্স উত্তরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রত্যক্ষ কর্মসংস্থান ছাড়াও এ প্রতিষ্ঠানটি পশ্চাৎ সংযোগ শিল্পের মাধ্যমে আরো প্রায় ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বীরপ্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসি বলেন, প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের ফলে উত্তরের অবহেলিত এ জনপদ আজ শিল্পোন্নত এলাকায় পরিণত হয়েছে। মেজর জেনারেল সালাহউদ্দিন বলেন, দেশের অর্থনীতিতে বেপজার অবদান বিবেচনায় নিয়ে সরকার চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে ১১৫০ একর জমি বরাদ্দ প্রদান করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যেই বেপজা অর্থনৈতিক অঞ্চল চালু হবে। তিনি উপস্থিত বিনিয়োগকারীগণকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি একই সাথে অনুষ্ঠানে উপস্থিত ক্রেতা এবং তাদের প্রতিনিধিগণকে ইপিজেডের কারখানা হতে পণ্য ক্রয়ের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নীলফামারীর জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আখতার আলম মোস্তাফী, বেপজার মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ উত্তরা ইপিজেড এবং দেশবন্ধু টেক্সটাইলের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট