চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অনির্দিষ্টকালের জন্য প্রাইম মুভার ও ফ্লাটবেড চালানো বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

বন্দরস্থ চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার থেকে তাদের গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। পুলিশের হয়রানিসহ নানা বাধা অপসারণের দাবিতে গত ৩০ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দেয়ার পরও তার কোন সুরাহা না হওয়ায় তারা এসব ভারী যানবাহন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে পূর্বকোণকে জানিয়েছেন। সংগঠনের বন্দর বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান পূর্বকোণকে জানান, একটি বিদ্যুতের খুঁটি ৫০ ফুট লম্বা হয়। কিন্তু ৫০ ফুট লম্বা গাড়ি তাদের কাছে নেই। হয়তো ৪০ ফুট লম্বা গাড়ি দিয়ে বিদ্যুতের খুঁটি পরিবহন করতে হয়। কিন্তু পুলিশ তা মানতে নারাজ। তারা গাড়ির বাইরে পণ্য দেখলেই আটক করছে। হয়রানি করছে। তাদের সংগঠনের পাঁচ শতাধিক গাড়ি রয়েছে উল্লেখ করে বলেন, মূলত বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্টসহ সরকারের মেগা প্রকল্পের মেশিনারিজ এবং যন্ত্রপাতি পরিবহনে তাদের গাড়িগুলি ব্যবহার হয়। কিন্তু এভাবে গাড়ি চালানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার বন্দরস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেমের পরিচালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় বক্তারা বলেন, গত ৩০ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবির কথা জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় মালিকেরা গাড়ি চালাতে পারছেন না। পুলিশের চাঁদাবাজি ও হয়রানির কারণে মালিকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, হাইওয় পুলিশ, ওভারসাইজ মাল পরিবহন না করা গাড়িগুলোকে বিভিন্ন হয়রানি করছে। কিন্তু আন্তর্জাতিক মানদ- অনুসারে আমরা আমাদের গাড়িগুলি তৈরি করে থাকি। আন্তর্জাতিক মানদ- অনুসারেই বড় বড়

মাল পরিবহন করার জন্যই এসব গাড়ি তৈরি করা হয়েছে। দাউদকান্দি, মেঘনা ব্রিজে পুলিশ চাঁদাবাজি ও হয়রানি করছে। এসব বিষয় সংগঠনের পক্ষ থেকে সচিবালয়ে জানানোর পরও কোন সুরাহা হয়নি। তাই গাড়ি না চালানোর সিদ্ধান্ত হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল লোডেড, সেমি লোডেড, ভারি মালামালবাহী গাড়ি বন্ধ থাকবে। এতে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন নিজামী, মো. হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, মো. হারুন, মো. এনামুল হক, জসীম উদ্দিন, জসিম উদ্দিন আহম্মদ চৌধুরী, সুলতান বিশ্বাস, রেজাউল করিম, মিজানুর রহমান, মো. কামাল, ওবাইদুর রহমান, ফখরুল ইসলাম লিটন, খোরশেদ আলম, মো. সবুজ, মো. সালাহ উদ্দিন, আকরাম আলীম, আকতার হোসেন আবছার, হাসান মুরাদ বাদশা, মুকুল, ইসমাইল হোসেন, প্রবীর ঘোষ, দিদার আলম, ইসলাম হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট