চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক বন্ড ছাড়ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এটাই হবে আন্তর্জাতিক বাজারে রাষ্ট্রীয়ভাবে ইস্যু করা বাংলাদেশের প্রথম বন্ড।

ফার্স্ট রেটেড বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির। এরই মধ্যে সিঙ্গাপুর স্টক মার্কেটে আইসিবি নিজের নাম তালিকাভুক্ত করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ সংক্রান্ত অনুমোদন দিয়ে আইসিবিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত করেছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রণালয়ও আন্তর্জাতিক বাজারে আইসিবিকে বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে।

এ বন্ডের মাধ্যমে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাজার থেকে বৈশ্বিকভাবে বিনিয়োগে আগ্রহীদের আকৃষ্ট করার সুযোগ পাবে।

বন্ড ইস্যুর ক্ষেত্রে আইসিবি বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইজের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানা গেছে। এই গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকও এ ইস্যুতে রাজি হয়েছে। তারা বিশ্ব বাজারে বন্ড ছাড়ার ক্ষেত্রে আইসিবিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে আইসিবি জানিয়েছে। এ বন্ডের মধ্য দিয়ে বাংলাদেশের পুঁজিবাজার বিশ্ব বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হবে। বাংলাদেশও পাবে বিশ্ব পুঁজিবাজার থেকে আন্তর্জাতিক বিনিয়োগ। খবর ভোরের কাগজের।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট