চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা

অনলাইন ডেস্ক

৭ মার্চ, ২০২১ | ৩:০৮ অপরাহ্ণ

একদিনে হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম ১০ টাকা পর্যন্ত বেড়েছে। আর পাইকারি বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৯ টাকা পর্যন্ত।
রবিবার (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বললে জানা যায়, দুদিন আগেও পেঁয়াজের দাম ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ছিল। এখন তা বেড়ে মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৮ টাকা।

হঠাৎ পেঁয়াজের এই দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে এখন দেশি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তা মুড়ি কাটা। এই পেঁয়াজের সরবরাহ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এ কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, মাসখানেক পরেই রোজা শুরু। পেঁয়াজের সরবরাহ কমার পাশাপাশি রোজার সময় এগিয়ে আসাও পেঁয়াজের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ। এই রোজাকে কেন্দ্র করেই আগেভাগে এখন পেঁয়াজের দাম বাড়িয়ে নেয়া হচ্ছে। যাতে রোজার সময় কেউ অভিযোগ করতে না পারে রোজায় পেঁয়াজের দাম বেড়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট