চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা নির্মাণ শুরু

বিশাল কর্মযজ্ঞে বার্জার পেইন্টস

বিনিয়োগ হবে ২৫০ কোটি টাকা, কর্মসংস্থান হবে ৪শ’ মানুষের

এনায়েত হোসেন মিঠু

১৬ জানুয়ারি, ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে একের পর এক কারখানা নির্মাণযজ্ঞ শুরু করছে দেশি বিদেশি বিভিন্ন শিল্প গ্রুপ। এবার ২৫০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে কারখানা নির্মাণ কাজ শুরু করেছে বার্জার পেইন্টস। গতকাল শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক শীর্ষ এই রং কোম্পানির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

এর আগে গত ৮ জানুয়ারি সকালে এখানে শুরু করা হয় চট্টগ্রামের শীর্ষ শিল্পগ্রুপ টি কে এর সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড নামের কারখানার নির্মাণ কাজ। বেজার তথ্য অনুযায়ী এ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মোট ১২টি কোম্পানি নিজের কারখানা নির্মাণ কাজ করছে। তার মধ্যে বেশ কয়েকটি কারখানা ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, বার্জার পেইন্টস বাংলাদেশে তাদের তৃতীয় কারখানা নির্মাণ করতে যাচ্ছে মিরসরাইয়ের এ শিল্পনগরে। যাতে এ কোম্পানি বিনিয়োগ করবে প্রায় ২৫০ কোটি টাকা।

বার্জার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন এ কারখানায় অন্তত ৩ থেকে ৪শ’ লোকের কর্মসংস্থান হবে। কারখানার নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ৫ বছর। বরাদ্দকৃত জমিতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবন, ওয়্যারহাউজ, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, সড়ক, ডরমেটরি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কেন্দ্র ও সবুজায়ন করা হবে।

ইদিন বার্জার পেইন্টস কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী পূর্বকোণকে বলেন, ‘করোনাকালীন সময়েও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নতুন নতুন বিনিয়োগ আসছে। শীঘ্রই আমরা এখানকার ৫শ’ একর ভূমিতে গাড়ি তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবো। বাংলাদেশ, জাপান ও ভারত যৌথভাবে এখানে গাড়ি তৈরি করবে।’

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী বলেন, ‘আমরা খুলনায় বার্জার পেইন্টস এর নতুন কারখানা স্থাপন করতে চেয়েছিলাম। শেষে এখানকার পরিবেশ ও সুযোগ সুবিধা দেখে না এসে পারলাম না। আমরা এখানে ৩০ একর জমিতে কারখানা নির্মাণ করছি।’

অনুষ্ঠানে বেজার প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল ফারুক, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বেজা কর্মকর্তা কায়সার খসরু, সহকারী কমিশনার (ভূমি) সবুল চাকমা, বেজা কর্মকর্তা আব্দুল কাদের খানসহ বেজা ও বার্জার পেইন্টস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট