চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪২শ’ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২০ | ৮:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪ হাজার ২শ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরের মধ্যেই রিজার্ভ ৪ হাজার ২শ কোটি ডলার ছাড়ায়। রির্জাভের এই অর্থ দিয়ে প্রায় এক বছরের আমদানি ব্যয় মেটানো যাবে।

তিনি আরও জানান, রেমিটেন্স, বিদেশি ঋণ ছাড় ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। এর আগে চলতি বছরের ৮ অক্টোবর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার কোটি ডলার অতিক্রম করে।

 

পূর্বকোণ/এন.এইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট