চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সরকারি গাড়ি কেনা বন্ধ আরও ছয় মাস

সরকারি গাড়ি কেনা বন্ধ আরও ছয় মাস

পূর্বকোণ ডেস্ক

৮ ডিসেম্বর, ২০২০ | ১:৫২ অপরাহ্ণ

পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে আরও ছয় মাস সকল প্রকার যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতির কারণেই এ সিদ্ধানন্ত নিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি (গত ৩ ডিসেম্বর) স্থগিতাদেশ দিয়ে অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা-৬) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, কোভিড-১৯-এর দ্বিতীয় ধাপে সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছ্রসাধন নীতির আলোকে অর্থ বিভাগের ৮ জুলাইয়ের পরিপত্রের ধারাবাহিকতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের নতুন/প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাইয়ে জারি করা পরিপত্রে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ি কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট