চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এলজিআরডি মন্ত্রীর অভিমত বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিচ্ছে সরকার বর্জ্য পুড়িয়ে

২৭ এপ্রিল, ২০১৯ | ৩:৩২ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন ও পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুকসহ বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন,দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাজুল ইসলাম আরো বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের প্রেক্ষাপটে বর্জ্যের পরিমাণ বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে ডাম্পিং করতে প্রচুর জমির প্রয়োজন হয়। অন্যান্য পদ্ধতিগুলোও আমাদের জন্য খুব বেশী লাভজনক না হওয়ায় বর্জ্য পুড়িয়ে ফেলার পদ্ধতি গ্রহণ করা হবে। এতে কিছু বিদ্যুৎ উৎপাদিত হবে যা আমরা ব্যবহার করতে পারব। মন্ত্রী বলেন, আমরা ভারত, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি বর্জ্য পুড়িয়ে ফেলার পদ্ধতিটি গ্রহণ করা যায়। এতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। আবার কিছু বিদ্যুৎও উৎপাদন হতে পারে। সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন কে প্রধান করে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে যারা আগামী তিন কর্ম দিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট