চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পুঁজিবাজারে স্বস্তির সুবাতাস

টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০১৯ | ১১:৪৮ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গত বৃহস্পতিবার (২৩ মে) ডিএসইয়ের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সূত্রে আরো জানা যায়, ৫ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি থাকবে ৪ হতে ৮ জুন। এর আগে শবে কদরের কারণে ২ জুন ছুটি থাকবে। তার আগে ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকবে। এর মাঝে শুধু ৩ জুন কোনো বন্ধ নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুনও পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ডিসেম্বরে হিসাব বছর শেষ হওয়া ৩ কোম্পানির পর্ষদ গত সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনা করেছে। লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হচ্ছে: মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট