চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম ওয়াসার সাথে চুক্তি স্বাক্ষর

২৫ ব্যাংকের ২৪০ শাখায় দেয়া যাবে পানির বিল

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৭ পূর্বাহ্ণ

গ্রাহকের পানির বিল পরিশোধে নতুন একটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো চট্টগ্রাম ওয়াসা। এছাড়া আরো তিনটি ব্যাংকের সাথে চুক্তি নবায়ন করেছে সরকারি সেবা সংস্থাটি। গত সোমবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ২৫টি বিভিন্ন ব্যাংকের ২৪০টি শাখায় গ্রাহকরা পানির বিল পরিশোধ করতে পারবেন। চট্টগ্রাম ওয়াসার সিস্টেম এনালিস্ট শফিকুল বাশার

দৈনিক পূর্বকোণকে বলেন, চট্টগ্রাম ওয়াসার সাথে গত সোমবার চারটি ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকগুলো হলো মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এর মধ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নতুন করে ওয়াসার সাথে সম্পৃক্ত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান চুক্তিতে স্বাক্ষর করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, ভারপ্রাপ্ত সচিব বেগম ফাহমিদা মোস্তফা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ভুঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান প্রমুখ।

স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান জসিম উদ্দিন এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান তপন জেমস রোজারিও উপস্থিত ছিলেন। বর্তমানে এ চারটি ব্যাংকের সকল শাখায় চট্টগ্রাম ওয়াসার গ্রাহক পানির বিল পরিশোধ করতে পারবেন।

ওয়াসায় ডেনমার্কের রাষ্ট্রদূতের পরিদর্শন : চট্টগ্রাম ওয়াসায় গতকাল মঙ্গলবার ডেনমার্কের রাষ্ট্রদূত মিস এস্ট্রাপ পিটারসন পরিদর্শন করেন। এ সময় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত চট্টগ্রাম ওয়াসার সামগ্রিক কর্মকা-ে সন্তোষ প্রকাশ এবং ভবিষ্যতে তাঁর দেশ ওয়াসার উন্নয়নমূলক কর্মকা-ের সাথে যুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট