চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পুঁজিবাজারে স্বস্তির সুবাতাস

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৪০ অপরাহ্ণ

দেশের পুঁজিবাজারে বইছে সুবাতাস। ব্যাংকগুলোকে বিনিয়োগে বিশেষ ফান্ড গঠনে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ইতিবাচক ধারা দেখা গেছে পুঁজিবাজারে এডিবির দেড় হাজার কোটি টাকা ঋণ দেয়ার ঘোষণায়। ফলে ১২ হাজার কোটি টাকা বাজার মূলধন বেড়েছে গত এক সপ্তাহ জুড়ে (১৬-২০ ফেব্রুয়ারি)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে ১২ হাজার ১৯৬ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা বা ৩.৫১ শতাংশ বেড়েছে ডিএসই’র বাজার মূলধন। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ৪৭ হাজার ৬৬ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে বেড়ে ৩ লাখ ৫৯ হাজার ২৬২ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার টাকায়।

এদিকে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকের সার্কুলার জারি ও এডিবির ঋণের দেড় হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগের খবরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে। তাদের মতে, দীর্ঘ খরার পরে এরকম ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করছে। তাই আগামী দিনে বাজার আরো ইতিবাচক হতে পারে বলেও মনে করেন তারা।

এদিকে গত সপ্তাহে দুই হাজার ১৬ কোটি টাকা বেড়েছে পুঁজিবাজারে লেনদেন। এর মধ্যে দেশের প্রধান বাজার ডিএসইতে এর আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১ হাজার ৯২৫ কোটি এবং অপর বাজার সিএসই ৯১ কোটি টাকা লেনদেন। সপ্তাজুড়ে ৭৪ শতাংশ লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে ও ৫৯ শতাংশ বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- লাফার্জ হোলসিম, খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোন, গোল্ডেন হারভেস্ট, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট, ইন্দো-বাংলা, ওরিয়ন ইনফিউশন ও এডিএন টেলিকম।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট