চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গোল ঠেকাতে সর্বস্ব দিয়ে দেবো : মার্টিনেজ

অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২২ | ৬:৪৯ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপে ইতিমধ্যেই দলের হয়ে দুর্দান্ত খেলেছেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ ষোলোর ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত গোল বাঁচানো থেকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে পরপর দুটি গোল রক্ষা করা, অনবদ্য থেকেছেন মার্টিনেজ। তবে ফাইনালে আজকে তার সামনে এমবাপ্পে। পিএসজি-তে মেসির এই সতীর্থ এখন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। মেসির সঙ্গে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে আছেন এমবাপ্পে। মেসি এবং বিশ্বকাপ ফাইনালের মাঝে বাধা এখন ওই এমবাপ্পেই। এই এমবাপ্পেকে আটকাতে নিজের জীবন দিয়ে হলেও লড়বেন বলে জানালেন আর্জেন্তিনার গোলরক্ষক মার্টিনেজ।

ফাইনালের আগে মার্টিনেজ বলেন, ‘ফ্রান্সকে সবাই ফেভারিট মনে করছে। কিন্তু আমাদের দলে সর্বকালের সেরা ফুটবলার আছেন। আমরা যখন কোপা আমেরিকা জিতেছিলাম, তখন ব্রাজিলকে ফেভারিট ধরা হচ্ছিলো। আর এখন বলা হচ্ছে ফ্রান্স ফেভারিট। আমরা কোনো দলের চেয়ে নিজেদের কম মনে করি না। আবার কোনো দলের তুলনায় নিজেদের সেরাও মনে করি না। তবে ভালো কোনো রেফারি আমাদের খেলা পরিচালার দায়িত্বে থাকলে, আমাদের জয়ের সম্ভাবনা বেশি হবে।’

মার্টিনেজ বলেন, ‘আমি আমার গোল রক্ষা করতে সর্বস্ব দিয়ে দেবো, যাতে মেসি ট্রফি জিততে পারেন।’

মার্টিনেজ মেসিকে নিয়ে বলেন, ‘মেসি খুব খুশি। তিনি খুব ভালো অনুভব করছেন। কোপা আমেরিকায় দারুণ এক মেসিকে দেখেছি। তিনি একজন ব্যতিক্রমী খেলোয়াড়, টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়। এই বিশ্বকাপে তিনি কোপা আমেরিকা থেকে একধাপ এগিয়ে গেলেন। শারীরিক ও ফুটবলের দিক থেকে তিনি ভালো জায়গায় আছেন। কোপা আমেরিকার সেই মেসির উন্নতি ঘটানো বেশ কঠিন ছিলো। কিন্তু তিনি পেরেছেন। তিনি উত্তেজিত, তিনি আনন্দিত এবং এটা আমাদের খুব সাহায্য করবে।’

এদিকে মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘যদি এটা মেসির শেষ ম্যাচ হয়, তবে আশা করি আমরা খেতাব জিততে পারবো। ট্রফি জিততে পারলে খুবই ভালো হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলাটা উপভোগ করা। যদি ফাইনাল জিতে অবসর নেওয়া যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে।’

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট