চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মরুর বুকে আজও দেখা যাবে সাম্বার ঝলক!

২ ডিসেম্বর, ২০২২ | ১১:০১ পূর্বাহ্ণ

‘জি’ গ্রুপের শেষ ম্যাচে নির্ভার ব্রাজিলের সামনে আফ্রিকান অদম্য সিংহরা। প্রথম দুই ম্যাচে সাম্বার ঝলক দেখেছে কাতার। তবে ব্রাজিলের দুশ্চিন্তা অন্য জায়গায়। নেইমার, দানিলো ও স্যান্দ্রোর ইনজুরির পাশাপাশি এবার ভাইরাস জ্বরে আক্রান্ত সেরা একাদশের অনেক ফুটবলার। তবে তিতের কাছে বিকল্প খেলোয়াড় আছে।

 

আজও তাই মরুর বুকে সাম্বার ছন্দ অব্যবাহত থাকবে, এমনটা আশা করা যায়। তবে আগের দুই ম্যাচের পুরো দলটাই বদলাতে হচ্ছে। একাদশে গোলে অ্যালিসনের জায়াগায় থাকবেন এডারসন। বাকিরা হলেন সাইড বেঞ্চের খেলোয়াড় অভিজ্ঞ দানি আলভেজ, মিলিতাও, ব্রেমার, অ্যালেক্স টেলস, ফ্যাবিনো, ব্রুনো গুইমারেস, এন্থনি, রড্রিগো, গ্যাব্রিয়েল জেসুস এবং মার্তিনেলি। সেলেসাওদের ইনজুরির এ সুযোগটা নিতে চাইবে ক্যামেরুন। আগের ম্যাচে সার্বিয়াকে রুখে দিয়েছে তারা। দ্বিতীয় পর্বের ওঠতে হলে আজ তাদের জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে দলে নেই অভিজ্ঞ গোলরক্ষক। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃত গোলরক্ষক আন্দ্রে ওনানার পরিবর্তে অনভিজ্ঞ ডেভিন এপাসির মাঠে নামবেন।

 

এছাড়া আক্রমণভাগের দায়িত্ব থাকবে গত ম্যাচে বদলী খেলোয়াড় হিসেবে গোল করা ভিনসেন্ট আবুবকরের উপর। ম্যাচে ২-০ গোলে জিততে পারে ব্রাজিল। এদিকে একই গ্রুপে সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই শেষ ষোল প্রায় নিশ্চিত হবে সুইজারল্যান্ডের। তবে জয় ভিন্ন কোন পথ খোলা নেই সার্বিয়ার। ম্যাচে ১-০ ব্যবধানে জিততে পারে সুইজারল্যান্ড।

 

এদিকে রাত ৯ টায় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা পর্তুগালের মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া। আগের দ্ইু ম্যাচে দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত দক্ষিণ কোরিয়া। নক আউট পর্ব নিশ্চিত করলেও দক্ষিণ কোরিয়ার সামনে সুযোগ আছে ম্যাচে জয় নিশ্চিত করে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাবার। এজন্য অবশ্য গ্রুপের আরেক ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঘানাকে উরুগুয়ের কাছে হারতে হবে কিংবা ড্র কতে হবে। পর্তুগাল যেহেতু নক আউট পর্বে চলে গেছে তাই নিয়মরক্ষার ম্যাচটিতে তাদের মধ্যে কিছুটা নির্লিপ্ততা আসাটাই স্বাভাবিক। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় বেনটোর শিষ্যরা। তবে শক্তিমত্তার বিচারে ১-০ ব্যবধানে জয় পেতে পারে পর্তুগাল।

 

এদিকে বাঁচা-মরার ম্যাচে ঘানার বিপক্ষে উরুগুয়েকে শুধু জিতলেই হবে না তাদের, পক্ষে আসতে হবে অন্য ম্যাচের ফলও। এবারের বিশ্বকাপে এখনও গোলের দেখা পায়নি সুয়ারেজ-কাভানিদের দল। ঘানার বিপক্ষে তারা জ্বলে ওঠতে না পারলে গ্রুপ পর্বেই বিদায় নিতে হবে তাদের। তবে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঘানাও ছেড়ে কথা বলবে না। আশা করি জমজমাট ম্যাচ উপভোগ করবেন দর্শকরা।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট