চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোল্যান্ড-মেক্সিকোর গোলশূন্য ম্যাচ

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২ | ১১:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভেন্ডোস্কি। তার অপেক্ষা আরও দীর্ঘায়িত করলো উত্তর আমেরিকার জায়ান্ট মেক্সিকো। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোলের দেখা পায়নি পোল্যান্ড। যার কারণে গোলশূন্য ম্যাচটি ড্র হয়েছে।  কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। 

আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। তবে মাঝমাঠ দখলে এগিয়ে থাকায় আক্রমণ বেশি করে মেক্সিকো। ম্যাচের প্রথম ২৫ মিনিট কোনো দলই গোলমুখে শট নিতে পারেনি। ম্যাচের ২৬ মিনিটে ভেগার বাড়ানো ক্রসে হেরেরার শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় মেক্সিকো। পুরো স্টেডিয়ামে মেক্সিকান সমর্থকদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। কিন্তু বল পায়ে এগিয়ে থাকলেও গোলমুখে শট নিতে পারেনি তারা। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতি থেকে ফিরে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হল পোলিশ অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। সেই সঙ্গে তিনি দলকে ম্যাচে এগিয়ে নিতেও ব্যর্থ হলেন। এরপর কেউ গোলের দেখা পায়নি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট