চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রেকর্ড গড়ে ২৬ ঘণ্টার কমে এভারেস্টের চূড়ায় নারী

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২১ | ৫:৫৯ অপরাহ্ণ

২৬ ঘণ্টার কম সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন হংকংয়ের নারী পবর্তারোহী সাং ইন-হাং। তার আগে কোনো নারী পর্বতারোহী এত কম সময়ে আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতাবিশিষ্ট এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি।

বৃহস্পতিবার নেপালের কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী সাং ইন-হাং একসময় স্কুলে শিক্ষকতা করতেন। পরে পর্বতজয়ের নেশা পেয়ে বসে তার। এবার নিয়ে তিনবার এভারেস্ট অভিযানে যান তিনি। ২০১৭ সালে সাং ইন-হাং হংকংয়ের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন।

এভারেস্টের বেসক্যাম্পের লিয়াজোঁ কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, সাং ইন-হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠেছেন। তিনি গত শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বেসক্যাম্প থেকে রওনা হয়ে পরদিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছান।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট