চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আকাশ পতঙ্গের দখলে!

অনলাইন ডেস্ক

৭ জুন, ২০১৯ | ১১:১৫ অপরাহ্ণ

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বদলে যায় পোকা- মাকড়ের আচরণ৷ তেমনি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের আকাশে দেখা মিলেছে ঝাঁক বাঁধা পতঙ্গের উড়ান৷
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ এডম রোজার জানিয়েছেন, লস অ্যাঞ্জেলস থেকে ৭০ মাইল পুবে হেসপেরিয়া শহরের আকাশে অবস্থান নিয়েছে পতঙ্গ-ঝাঁকটি৷ আকাশে ৮০ বর্গমাইল এলাকা জুড়ে উড়াউড়ি করছে এসব কীট৷
দেশটির আবহাওয়া রাডারে ঝাঁকে ঝাঁকে পতঙ্গের ছবি ধরা পড়েছে৷ ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজেই এসেছে তারা৷ পতঙ্গগুলোকে লেডিবাগ বলেই নিশ্চিত করেছেন আবহাওয়াবিদরা৷ ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্যান দিয়েগো অফিস মঙ্গলবারের রাডারে ধরা পড়া পতঙ্গগুলোর একটি ভিডিও টুইটারে ছেড়েছে৷ তবে, ২০০ প্রজাতির লেডিবাগের মধ্যে কোনটি আকাশে অবস্থান করছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান আবহাওয়াবিদ জো ডানড্রিয়ার৷
পোকাদের আকাশ দখল নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই বলছেন বিজ্ঞানীরা৷ কারণ লেডিবাগকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়৷ ক্ষেত-খামারের ক্ষতিকর কীট খেয়ে বাঁচে লেডিবাগ৷ জাবপোকা, সাদাটে পোকাসহ ক্ষুদ্রাকৃতির পোকা খেয়ে জীবনধারণ করে এই শ্রেণির পতঙ্গ৷
তিতলি বা প্রজাপতি প্রাণিজগতের অন্যতম সুন্দর পতঙ্গ হিসেবে পরিচিত৷ এই প্রজাপতিটিকে নির্বাচন করার পেছনে অবশ্য অন্য কারণ রয়েছে৷ এরা খাদ্যের জন্য পিঁপড়ার ওপর নির্ভরশীল৷ পিঁপড়া মুখে খাবার লুকিয়ে রাখে, যা খেয়ে বেঁচে থাকে এই প্রজাপতিরা৷
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিজ্ঞানের অধ্যাপক রিং কার্ডে জানিয়েছেন, ‘পাহাড়-পর্বতেই পতঙ্গগুলোর আবাস৷ গ্রীষ্মের আগমন ধ্বনির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে গেছে৷ আর তাই পতঙ্গগুলোর এই অভিবাসন৷’ তিনি মনে করছেন, পোকাগুলোর স্থানবদল প্রক্রিয়াটা প্রত্যাশার চেয়ে কিছুটা দেরিতে শুরু হয়েছে৷
কারণ ব্যাখ্যায় তিনি জানান, চলতি বছর ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পতঙ্গরা দীর্ঘ সময় টিকে থাকতে পেরেছে৷ এখন শীতনিদ্রা ভেঙে খাদ্যের খোঁজে বেরিয়েছে পতঙ্গপাল৷

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট