চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভারতে পাওয়া গেল ২০০ মিলিয়ন বছরের ফসিল

আন্তর্জাতিক ডেস্ক

৬ জুন, ২০১৯ | ৩:৫৪ অপরাহ্ণ

ভারতের তেলেঙ্গানার ইয়ামানাপল্লির মানচেরিয়ালে ডাইনোসরের হাড়গোড়ের ফসিল সন্ধান পাওয়া গেছে।

প্রণীতা নদীর ধারে ৮ কিলোমিটার রেডিয়াস এলাকাজুড়ে ফসিলটি পাওয়া গেছে।

এটি প্রায় ১৬০ থেকে ২০০ মিলিয়ন বছরের পুরনো বলে মনে করা হচ্ছে।

ইতিহাসবিদ সমুদ্রালা সুনীল জানিয়েছেন, গত দু’মাস ধরে খোঁড়াখুঁড়ির পর ডাইনোসরের ফসিল উদ্ধার হয়েছে।

ডাইনোসরের ফসিল ছাড়াও জুরাসিক যুগের একটি কচ্ছপের ফসিল ও পশুর পায়ের ছাপ উদ্ধার করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। এই এলাকায় জুরাসিক যুগের আরও নিদর্শন মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

যে ফসিলটি উদ্ধার হয়েছে সেটি ডাইনোসরের ডিমের বলে মনে করা হচ্ছে।

অন্য ফসিলটি একটি কচ্ছপের। প্রত্নতত্ত্ব বিভাগের হাতে আসার আগে স্থানীয় আদিবাসীরা ফসিলটির কিছু ক্ষতি করেছে। এই ধরনের ফসিলে সোনা পাওয়া যেতে পারে বলে তাদের বিশ্বাস। সেই কারণেই ফসিল খোঁড়াখুঁড়ি করে তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট