চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শ্রীলেখা ‘সুদক্ষিণার শাড়ি’

২২ জানুয়ারি, ২০২০ | ৩:৪২ পূর্বাহ্ণ

ভারতীয় উপমহাদেশে শাড়ি নারীর এক দারুণ প্রিয় পোশাক। নারীকে শাড়ির সঙ্গে মিলিয়ে বহু কবিতা-গানও লেখা হয়েছে এখানে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ভিড় বেড়েছে। সেই ভিড়ে আজকালের তরুণী বা নারীরা শাড়ি এড়িয়ে চলছেন। অনেকেই শাড়ি পরা নিয়ে ব্যঙ্গও করেন। কিন্তু অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিয়ে এলেন সেই গল্প, যেখানে শাড়ি বদলে দিল বহু মানুষের জীবন।

শাড়ির মধ্যে এমন একটা স্নিগ্ধতা ও রহস্য লুকিয়ে থাকে, যে নারীরা বহু ক্ষেত্রেই প্রয়োজনের অতিরিক্ত শাড়ি সঞ্চয় করেন, অনেক সময় তা নেশায়ও পরিণত হয়। এতে চারপাশে অনেকে বিরক্ত হন। কিন্তু শাড়ির প্রতি এই ভালোবাসাই বদলে দিতে পারে অনেক কিছু। তেমনই একটি গল্প নিয়ে হাজির জি বাংলা সিনেমা অরিজিনালস- ‘সুদক্ষিণার শাড়ি’। এখানে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র। এর গল্পটা হলো বাংলা অনার্সে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে বাড়িতেই বসে থাকতে হয় সুদক্ষিণাকে। সুন্দরী এই গৃহবধূর বিয়ের সময় তাকে তেমনই শর্ত দেওয়া হয়েছিল। তাই তার সাংবাদিক হওয়ার স্বপ্ন অধরা থেকে যায় তার। সে শ্বশুর-শাশুড়ি-ননদ-স্বামী ও সন্তানের সব আবদার পালনের যন্ত্র হয়ে ওঠে। এই নাভিশ্বাস ওঠা জীবনে সুদক্ষিণা বাঁচে শুধু তার শাড়ির সংগ্রহ নিয়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট