চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ট্রেসেমে শুরু হচ্ছে বাংলাদেশ ফ্যাশন উইক

১৭ জানুয়ারি, ২০২০ | ৪:০৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক স্বনামধন্য হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমে বিশ্বজুড়ে হেয়ার এক্সপার্টস এবং প্রফেশনালদের পছন্দের ব্র্যান্ড। ট্রেসেমের প্রোডাক্ট ব্যবহার হয়ে আসছে বিশ্বের বিভিন্ন ফ্যাশন ইভেন্টসের ব্যাকস্টেজে। বিশ্বের সব থেকে বড় আয়োজন নিউ ইয়র্ক ফ্যাশন উইক-এরও অফিসিয়াল স্পন্সর ট্রেসেমে। ফ্যাশনের সাথে ট্রেসেমে এর এই পথচলাকে একই উদ্যমে এগিয়ে নিতে বিশ্বনন্দিত এই হেয়ার এক্সপার্ট ব্রান্ড ট্রেসেমে ২০১৫ সাল থেকে বিভিন্ন ফ্যাশন ইভেন্টস স্পন্সর করে আসছে। এই একই ধারায় বাংলাদেশের ফ্যাশন প্ল্যাটফর্মে ট্রেসেমে প্রতিষ্ঠিত হয়েছে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে। গত বছর বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ট্রেসেমে প্রথমবারের মত লঞ্চ করে দেশের সব থেকে বড় ফ্যাশন ইভেন্ট, ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯’। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০।

ইভেন্ট পার্টনার হিসেবে আছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ (এফডিসিবি) এবং হসপিটালিটি পার্টনার হিসেবে আছে লে মেরিডিয়ান। আন্তর্জাতিক পর্যায়ে দেশি পণ্যের বাজার তৈরি করার মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন এবং কালচারকে প্রমোট করার উদ্দেশ্যে কাজ করে আসছে নন প্রফিট প্রতিষ্ঠান এফডিসিবি । ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে ২১ জন স্থানীয় এবং ৯ জন বিদেশি ডিজাইনার ৩ দিনব্যাপী তাদের কাজ প্রদর্শন করবেন। প্রথম দিন দেশি ডিজাইনারদের সাথে আন্তর্জাতিক ডিজাইনার হিসেবে থাকছেন ইন্ডিয়ার আনুজ শার্মা ও ঋদ্দি জেইন এবং নেপালের আজয় গুরুং। দ্বিতীয় দিন এফডিবিসি প্রেসিডেন্ট মাহিন খান, এমদাদ হক, শৈবাল সাহা, ফারাহ আঞ্জুম বারী এবং আন্তর্জাতিক ডিজাইনার হিসেবে থাকছেন ইন্ডিয়ার সৌমিত্রা মন্ডল। অন্যদিকে শ্রীলংকা থেকে থাকবেন সোনালি ধার্মাওয়ার্দেনা। ইভেন্টের শেষ দিন চন্দনা দেওয়ান, কুহু, লিপি খন্দকার-সহ দেশি ডিজাইনারদের সাথে একই স্টেজে থাকবেন ইন্ডিয়ার অলকা শার্মা, আসিফ শাইখ এবং ভুটানের চান্দ্রিকা তামাং। এছাড়াও বাংলাদেশের টপ হেয়ার স্টাইলিস্টদের সাথে ট্রেসেমে একসাথে কাজ করবে, এ বছরের নতুন হেয়ার স্টাইলট্রেন্ড সেট করার লক্ষ্যে। আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ রয়েছে যারা অন্যের পোশাক এবং সাজসজ্জা দেখে তাকে বিচার করে। ট্রেসেমে সমাজের এই বিদ্যমান মনোভাবের বিরুদ্ধে একটি মুভমেন্ট করতে চায়। বেশ কিছু ক্যাম্পেইনের মাধ্যমে এই মুভমেন্ট প্রাণবন্ত হয়ে উঠবে- যার একটি অংশ হবে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০। এ কারণে ইউনিলিভার ট্রেসেমে ফ্যাশন উইক ২০২০-কে বলা হচ্ছে জীবনে রানওয়ে। এর সাথে সামঞ্জস্য রেখে #ফড়রঃভড়ৎুড়ঁ দিয়ে ডিজিটাল মিডিয়ায় ক্যাম্পেইনও করা হবে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর বিউটি ও পার্সোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার একটি প্রেস কনফারেন্সে এই ইভেন্টের ঘোষণা করেন। এর সাথে আরও বক্তব্য রাখেন এফডিসিবি-এর প্রেসিডেন্ট মাহিন খান। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এক নতুন বিপ্লবের মাধ্যমে ট্রেসেমে আলোড়ন সৃষ্টি করতে চায় এবং অবদান রাখতে চায় এ দেশের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে। ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০ চলবে ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত, ঢাকার আইসিসিবি-তে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট