চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আজ সিলভার স্ক্রিনে ‘ব্যাডবয়েজ ফর লাইফ’ এবং ‘ডুলিটল’

১৭ জানুয়ারি, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

আজ সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডবয়েজ’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ব্যাডবয়েজ ফর লাইফ’ এবং ‘ডুলিটল’। ১৯২০ সালে হিউ লফটিংয়ের লেখা শিশুতোষ সিরিজ বই ‘ডুলিটল’। সিরিজটির গল্প মজার একজন ডাক্তারকে নিয়ে; যার নাম জন ডুলিটল। যিনি রোগীর সুস্থতার স্বার্থে পশুপাখিদের সঙ্গে কথা বলেন। ১৯৬৭ সালে প্রথম এ সিরিজ নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। এরপর ১৯৯৮ সালে আরেকটি চলচ্চিত্র তৈরি হয়। এছাড়া বিভিন্ন সময় ‘ডক্টর ডুলিটল’ চরিত্র নিয়ে তৈরি হয় টিভি সিরিজ, সিনেমা ও কার্টুন। জনপ্রিয় এ চরিত্র নিয়ে এবার নতুন আঙ্গিকে সিনেমা নির্মাণ করল প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল পিকচার্স। ডুলিটল পরিচালনা করেছেন স্টিফেন গ্যাঘান। এতে অভিনয় করেছেন আয়রনম্যানখ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। একই সাথে মুক্তি পাচ্ছে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ অভিনীত অ্যাকশন, কমেডি ও ক্রাইমধর্মী চলচ্চিত্র ‘ব্যাড বয়েজ ফর লাইফ’। ‘ব্যাডবয়েজ’ সিরিজের প্রথম ছবি ব্যাডবয়েজ মুক্তি পায় ১৯৯৫ সালে। ব্যাডবয়েজ টু মুক্তি পায় ২০০৩ সালে। প্রায় ১৬ বছরের বিরতির পর আসছে সিরিজের তৃতীয় কিস্তি ব্যাডবয়েজ ফর লাইফ। প্রথম দুই ছবির পরিচালক ছিলেন মাইকেল বে। ব্যাডবয়েজ দিয়েই এ পরিচালক প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।

শেয়ার করুন