চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুক্রবার সিলভার স্ক্রিনে ‘কাঠবিড়ালী’

১৬ জানুয়ারি, ২০২০ | ৩:৪৯ পূর্বাহ্ণ

আগামীকাল শুক্রবার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনীত চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। ছবিটিতে উঠে এসেছে গ্রামের দুই তরুণ-তরুণীর গল্প। ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। তাসনিমুল তাজের চিত্রনাট্যে গল্প লিখেছেন নির্মাতা নিজেই। ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী স্পর্শিয়া বলেন, ‘কাঠবিড়ালী’ সিনেমার চরিত্রগুলো দেশের সব জায়গাতেই আছে। আমি বলব, এ চলচ্চিত্র থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ব্যক্তিগত অনুভূতি আছে যেগুলো আসলে আমরা নিজেদের কাছে স্বীকার করি না। এগুলো উঠে আসবে এই সিনেমায়।” প্রসঙ্গত, ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ সিনেমার শুটিং। এরপর নানা ধাপে চলে এর দৃশ্যধারণ। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবির। আরও আছেন শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, একে আজাদ সেতু, তানজিনা রহমান প্রমুখ। সিলভার স্ক্রিনে আরো থাকছে ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা স্টুডিওস প্রযোজিত হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত ‘ফ্রোজেন ২’, হলিউড অভিনেত্রী ক্রিস্টিন স্টুয়ার্ট অভিনীত ফক্স অ্যাডভেঞ্চারের নতুন থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘আন্ডারওয়াটার’এবং অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডিধর্মী চলচ্চিত্র এবং রোমাঞ্চকর এক ভ্রমণের গল্প নিয়ে নির্মিত ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’।

শেয়ার করুন