চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অকালে চলে গেলেন তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ

অনলাইন ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০১৯ | ১১:২৭ পূর্বাহ্ণ

অকালে চলে গেলেন তরুণ শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বী রাজ।

শনিবার রাতে ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে পৃথ্বী রাজের নিথর দেহ পড়ে থাকতে দেখেন বলে ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে জানান পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ।

এরপর দ্রুত রাজধানীর সিটি হসপিটালে নিয়ে গেলে রবিবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই রকম বার্তা দিয়েছেন পৃথ্বী রাজের ঘনিষ্ঠ কয়েকজন। গণমাধ্যমকে তারা বলেন, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতরে কোনো তার সাড়াশব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়।

খবর পেয়ে স্বজনরা দ্রুত স্টুডিওতে হাজির হন। অনেকবার ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না মেলায় দরজা ভেঙে দেখেন স্টুডিওর ভেতরে নিথর অবস্থায় পড়ে আছেন পৃথ্বী রাজ।

রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান দিয়ে আলোচনায় আসা পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশিত হয় ২০১১ সালে। উচ্চাঙ্গসংগীতে দখলের জন্য সংগীতপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছিলেন দ্রুত।

নানা গুণে গুণান্বিত একজন তরুণ উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতেও কাজ করতেন পৃথ্বী রাজ।

সম্প্রতি বেশ জনপ্রিয় ‘আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না’ গানের পরিচালক ছিলেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট