চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘হাওয়া’য় চঞ্চল

২০ নভেম্বর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

‘অভিনয় জীবনে এই প্রথম একটানা ৪০ দিন বাসা ছেড়ে, প্রিয়জন ছেড়ে, ঢাকা ছেড়ে দূর সমুদ্র সেন্টমার্টিনে কাটিয়ে ফিরলাম প্রিয় শহরে। আহা কি যে শান্তি!’ সেন্টমার্টিন থেকে ঢাকা ফিরে এভাবে অনুভূতি প্রকাশ করেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সেন্টমার্টিন দ্বীপে এ সিনেমার টানা ৪০ দিন শুটিং হয়েছে। শুটিং শেষ করে গত সোমবার ঢাকায় ফিরেছে
‘হাওয়া’ টিম। আর ঢাকায় ফিরে এই অনুভূতি ব্যক্ত করেন চঞ্চল। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘প্রতিকূল পরিবেশে এতগুলো মানুষ কাজটা শেষ করে আসতে পারব কি না, সেটা একটা চ্যালেঞ্জ ছিল! আসলে সমস্ত বিষয়টা আমার কাছে যুদ্ধের মতো ছিল। এ রম গল্প নিয়ে এর আগে, এ দেশে আর কোনো সিনেমা নির্মাণ হয়নি। হয়তো কেউ সাহসও করেননি। আমাদের চ্যালেঞ্জটা ছিল সেখানেই। ‘হাওয়া’ টিমের প্রত্যেকটা মানুষ অমানবিক পরিশ্রম করেছেন, যা বলে বোঝানো যাবে না। এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রাকৃতিক দূর্যোগ
‘বুলবুল’। ৪০ দিন সমুদ্রের মাঝখানে, বিষয়টা খুব সহজ নয়, অনেক কষ্ট সাধ্য ছিল। এই কষ্ট আমরা করতে পেরেছি, সিনেমাকে ভালোবাসি সেই জন্য আর দর্শকও ভালো সিনেমা দেখতে চায় সেই জন্য। আমার বিশ্বাস, যদি ভালো কিছু হয় তবে দর্শক তার মূল্য দিবেন।’

শেয়ার করুন