চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নকশা না মেনে বাড়ি চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

১৯ নভেম্বর, ২০১৯ | ২:৫৩ পূর্বাহ্ণ

নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। রাজউকের অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন জানান, গতকাল সোমবার দুপুরে রাজধানীর নিকেতন আবাসিক এলাকার ৬ নম্ব^র সড়কে তিনটি বাড়ির মালিকের বিরুদ্ধে একই অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১ নম্ব^র হোল্ডিংয়ে শাকিব খানের বাড়ি। নির্মাণাধীন ভবনটির সামনে শাকিব খান রানা নামে একটি সাইনবোর্ডও রয়েছে। নকশা না মেনে বাড়তি অংশ নির্মাণ করায় সেখানে ১০ লাখ জরিমানা করা করে রাজউক।-বিডিনিউজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্মাণাধীন ওই বাড়িতে শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার উপস্থিত ছিলেন। তবে শাকিব সে সময় ছিলেন না। এ বিষয়ে জানতে চাইলে শাকিব খান টেলিফোনে বলেন, “বারান্দা থেকে এক ইঞ্চি বাড়তি ছিল। আগে নোটিস দিতে পারত, তাহলে আমরা ভেঙে নিতাম। যেহেতু রাজউক আইন অনুযায়ী জরিমানা করেছে, সেহেতু আমরা টাকাটা দিয়ে দেব।”

এ অভিযানের নেতৃত্বে ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। নিকেতন ৬ ন¤॥^র সড়কের ২১ ন¤॥^র হোল্ডিংয়ের মালিককে তিনি ৫ লাখ টাকা জরিমানা করেন এবং ৫ ন¤॥^র হোল্ডিংয়ের একটি স্থাপানা সিলগালা করে দেওয়া হয় বলে মোহাম্মদ হোসেন জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট