চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আজ সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘চার্লিস এঞ্জেলস’

১৫ নভেম্বর, ২০১৯ | ১২:২৭ পূর্বাহ্ণ

১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ‘চার্লিস এঞ্জেলস’ ছিল টেলিভিশনের জনপ্রিয় সিরিজ। ২০০০ সালে এটি বড় পর্দায় উঠে আসে।

২০০৩ সালে আসে সিক্যুয়েল ‘চার্লিস এঞ্জেলস: ফুল থ্রটল’। মাঝে ১৬ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারো বড় পর্দায় আসছে অ্যাকশন, এডভেঞ্চার ও কমেডিধর্মী চলচ্চিত্র ‘চার্লিস এঞ্জেলস’। এবার আসছে এর তৃতীয় কিস্তি। আজ শুক্রবার ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিনে নগরীর সিলভার স্ক্রিনেও মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন অভিনেত্রী ও পরিচালক এলিজাবেথ ব্যাংকস। নতুন একশনধর্মী সিনেমাটি চার্লিজ এঞ্জেলসের পুনরুজ্জীবনের গল্প নয়, বরং তা পূর্বের দুটি সিনেমা ও টিভি সিরিজের কাহিনীর ধারাবাহিকতা ধরেই সামনে এগিয়ে যাবে। তবে এবার ব্যাংকস পর্দায় ফুটিয়ে তুলেছেন অস্ত্রের ঝনঝনানি। এ সিনেমায় দেখা যাবে এখন থেকে ৪০ বছর আগে তিনজন এঞ্জেলকে নিয়ে চার্লিজ যে টাউনসেন্ড এজেন্সি শুরু করেছিলেন, তা বিশ্বব্যাপী গুপ্তচর কর্মসূচিতে রূপ নিয়েছে। সংস্থাটির চালিকাশক্তি হিসেবে রয়েছে সাহসী ও অদম্য নারী গুপ্তচররা। চার্লিজ ও তার এঞ্জেলরা সবসময় ব্যক্তিগত ক্লায়েন্টদের নিরাপত্তা দিয়ে আসছেন ও তদন্ত করছেন। এর মধ্যে হুট করেই একজন তরুণ প্রকৌশলী এমন এক প্রযুক্তির কথা ফাঁস করে দেয়, যা পুরো পৃথিবীকে হুমকির মুখে ফেলতে পারে।

পৃথিবীর মানুষকে বাঁচাতে এগিয়ে আসে চার্লির তিনজন সাহসী সৈনিক। টাউনসেন্ড সংস্থা বিশ্বব্যাপী স্মার্ট, নির্ভীক ও প্রশিক্ষিত নারীদের দল গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে। বিশ্বের কঠিন মিশনগুলো সম্পন্ন করছে এই এঞ্জেলসের দল। এছাড়াও সিলভার স্ক্রিনে থাকছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘কণ্ঠ’, হলিউডের অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও সায়েন্স ফিকশনধর্মী চলচ্চিত্র ‘টার্মিনেটর: ডার্ক ফেট’ এবং বহুল জনপ্রিয় ওয়ার্ল্ড রেটিংয়ে শীর্ষে থাকা ক্রাইম ও থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘জোকার’।সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট