চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মা দিবসে বাসুদেব ঘোষের সুর ও সংগীতে ১৬ টি গান

১২ মে, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

আজ বিশ্ব মা দিবস। মা দিবস উপলক্ষে প্রতি বছরই কিছু নতুন গান শ্রোতাদের উপহার দিয়ে আসছেন বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ। এ বছর বিশ্ব মা দিবস উপলক্ষে তার সুর ও সঙ্গীতায়োজনে প্রকাশিত হচ্ছে ১৬ টি নতুন গান। ১৬ টি গানে ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ পাবে মায়ের প্রতি। গাজী মাজহারুল আনোয়ারের কথায় ‘আমার মা কেমন ছিল’ শিরোনামে গানটি গেয়েছেন ফকির আলমগীর। এ ছাড়াও নিশাত খানের কথায় ‘একটি তারা দুটি তারা’ শিরোনামে আরো একটি গান গেয়েছেন ফকির আলমগীর। হোসনে আরা জলির কথায় ‘মা গো মা’ শিরোনামে গানটি গেয়েছেন রাকিবা ইসলাম ঐশী। ফারুক ইসলামের কথায় ‘আমি স্বর্গ চিনি না’ শিরোনামে গানটি গেয়েছেন বাসুদেব ঘোষ। আফরোজা নিজামীর কথায় ‘মা যে আমার আরাধনা’ শিরোনামে গানটি গেয়েছেন সুমনা বর্ধন। দীপঙ্কর দিপুর কথায় ‘সন্ধ্যা বাতি’ শিরোনামে গানটি গেয়েছেন সঞ্জয় কবিরাজ। জামাল রেজার কথায় ‘আমার দুঃখ’ শিরোনামে গানটি গেয়েছেন প্রিয়াংকা পিয়া। বাসুদেব ঘোষের কথায় ‘যখন ছোট্ট ছিলাম’ শিরোনামে গানটি গেয়েছেন ইশরাত মিতু।
সোনিয়া স্নিগ্ধার কথায় “মাগো জন্মের ঋণ” শিরোনামে গানটি গেয়েছেন মাহমুদা আনজুম বৃষ্টি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট